Monday, 23 May 2016

আহলে হাদিসদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিলেন শায়েখ আব্দুর রহমান আল-সুদাইস


নাস্তিকতা রুখতে হলে লা মাযহাবী মানসিকতা রুখতে হবে!
অনেকের শুনতে খারাপ লাগলেও এটি বাস্তবতা। চরম সত্য।
কুরআনে কারীমে আল্লাহ তাআলা পরিস্কার ইরশাদ করেছেনঃ কুরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হবে, আবার এ কুরআন পড়ে অনেক মানুষ হিদায়াতপাপ্ত হবে, আর কুরআনের মাধ্যমে বিভ্রান্ত হবে কেবল ফাসিকরা। (আল কুরআন)
প্রশ্ন হল ফাসিক কাকে বলে?
ফাসিকের মূল অর্থ হলঃ ঐ বকরী যে তার গলা থেকে রশি খুলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। বুঝা গেল ফাসিক শব্দের যথার্থ অনুবাদ হল "গায়রে মুকাল্লিদ"।
তো আয়াতের অর্থ দাঁড়াচ্ছেঃ কুরআন পড়েও পথভ্রষ্ট হয় গায়রে মুকাল্লিদরা।
এ কারণেই আল্লাহর বিধানাবলী বুঝিয়ে দেবার জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করা হয়েছে। যেন আল্লাহর বিধান নিজের সমঝ অনুপাতে ইচ্ছেমত ব্যাখ্যা করে মানুষ গোমরাহ না হয়।
কিন্তু আফসোসের বিষয় হল, বর্তমানে যত বেশি গায়রে মুকাল্লিদী ফিতনা বাড়তেছে, তত বেশি মুফাসসিল ইসলামদের মত গায়রে মুকাল্লিদদের নাস্তিক হবার প্রবণতা বাড়ছে।
তাই, নাস্তিকতার ভয়াবতা রুখতে হলে গায়রে মুকাল্লিদী ফিতনা রুখতে হবে।
রাব্বানা লাতুযিগ কুলূবানা বাদা ইজ হাদাইতানা, ওয়াহাবলানা মিনলাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহহাব। আমীন।

5 comments:

  1. এভাবেই এগিয়ে যান ভাইজান

    ReplyDelete
  2. কই বললো আপনি আসলে কাজ্জাব বানিয়ে বললেতে হবেনা

    ReplyDelete
  3. https://youtu.be/udWGpooiQPs এখানে উনি বললেন আমাদের আহলে হাদিস হতে হবে।

    ReplyDelete
  4. https://youtu.be/udWGpooiQPs

    ReplyDelete
  5. ভিডিও প্রমাণটা দেন

    ReplyDelete