এখানে ইসলামীক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হয়।আপনি আপনার প্রশ্ন করতে পারের।
Saturday, 2 April 2016
রাসূলে-পাক(সাঃ) সব কিছুই দেখতেন
হয়রত আয়িশা (রা.) বলেন, সূরয গ্রহণের নামাজে আদায় কৃত সালাতে রাসূল (সাঃ)
বলেছেন, এমন কোন জিনিষ নেই যা আমাকে দেখানো হয়নি। আমি এ জয়গা থেকে সব কিছুই
দেখেছি। এমন কি জান্নাত ও জাহান্নাম দেখলাম। (তথ্যসূত্রঃ বোখারী শরীফ, ২য়
খন্ড, ইফা)
No comments:
Post a Comment