Tuesday, 15 March 2016

নবীজি (সাঃ) নূরের তৈরি।


প্রমানঃ তোমাদের নিকট আল্লাহতায়ালার নূর এসেছেন আল্লাহতায়ালার প্রদত্ত কিতাব নিয়ে। (সূরা মায়েদা-১৫)।
২. নবীজি (সাঃ) গায়েব জানতেন। প্রমানঃ তিনি (নবীজি) গায়েব প্রকাশ করতে কৃপনতা করেন না। (সূরা তাকভীর-২৩)।
৩. নবীজি (সাঃ) হাজির নাজির।
প্রমানঃ "হে অদৃশ্যের সংবাদদাতা নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরন করেছি উপস্থিত পর্যবেক্ষনকারী (হাজির-নাজির) করে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে"। (সূরা আহযাব-৪৫)।
৪. মিলাদ কিয়াম জায়েয।
প্রমানঃ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগনসহ নবীর প্রতি দরূদ ও সালাম প্রেরন করছেন।
হে মুমিনগন! তোমরাও তাঁর প্রতি দরূদ ও সালাম পেশ কর। (সূরা-আহযাব-৫৬)।
#(মিলাদ কিয়ামে নবীজি (সাঃ) এর উদ্দেশ্যে দরূদ ও সালামই পেশ করা হয়।)
৫. ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) মানা জায়েয।
প্রমানঃ "হাবীব আপনি বলে দিন, আল্লাহ প্রদত্ত ফজল ও রহমত প্রাপ্তিতে তোমাদের উচিত আনন্দ উল্লাস প্রকাশ করা, তোমরা যা পুঁজি কর ইহা তদপেক্ষা উত্তম।" (সুরা ইউনুসের-৫৮।)
"হাবীব আমি আপনাকে সমগ্র জগত সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি।" (সুরা আম্বিয়ার ১০৭)।
#(সূরা আম্বিয়ার ১০৭নং অনুযায়ি নবীজি যেহেতু রহমত সরূপ আর সূরা ইউনুস ৫৮ নং হিসেবে রহমত প্রাপ্তিতে আনন্দ উল্লাস করতে আল্লাহ বলতেছেন তাহলে নূর নবীজি (সাঃ) যেদিন পৃথিবীতে আগমন হয়েছেন রহমতসরূপ হয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিন, সেদিন মুসলিমদের কোরআনের আয়াত অনুযায়ি আনন্দ করা নবীজির গুনজায়িশ করার অনুষ্ঠান করা ১০০% সঠিক।)
৬. নবীজি (সাঃ) হায়াতুন্নবী (জীবিত)।
প্রমানঃ "হে অদৃশ্যের সংবাদদাতা নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরন করেছি উপস্থিত পর্যবেক্ষনকারী (হাজির-নাজির) করে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে"। (সূরা আহযাব-৪৫)।
ও আল্লাহ আরো বলেন-
আমি কেয়ামতের দিন প্রত্যেক উম্মতের জন্য সাক্ষীরূপে তাদের মধ্য হতে একজনকে দাঁড় করাবো। আর আপনাকে (হে নবী) উহাদের সকলের সাক্ষীদাতারূপে আনয়ন করব। (সূরা আন নাহল-৮৯)।
#(নবীজি (সাঃ) যদি সকলের প্রত্যক্ষদর্শী সাক্ষীদাতা হয় তাহলে তিনি অবশ্যই আমাদের দেখছেন সবসময় তাহলে অবশ্যই নূর নবীজি (সাঃ) স্বশরীরে জীবিত।)

No comments:

Post a Comment