ইমাম মালিক (রঃ) দুনিয়াকে খুবই তুচ্ছ জানতেন। ইমাম শাফিয়ী(রঃ) বলেন, আমি একবার ইমাম মালিকের বাড়ীতে খোরাসানী ঘোড়া ও মিসরীয় খচ্চরের এমন উন্নতমানের একটি পাল দেখলাম, এর আগে যা আমি দেখিনি। আমি তাঁকে বললাম বেশ, কি চমৎকার পাল! তিনি বললেন, হে আবদুল্লাহ! এগুলো আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া। আমি বললাম, আপনি নিজে চলার জন্য এর একটি রেখে দিন। তিনি বললেন, আমি আল্লাহ তা’আলার কাছে লজ্জাবোধ করি, যে মাটিতে তাঁর নবী (সাঃ) শুয়ে আছেন, সে মাটি আমার ঘোড়া পদদলিত করবে?
তথ্যসূত্রঃ ইহইয়াউলুমদ্দিন, লেখকঃ ইমাম গাজ্জালী(রঃ)
No comments:
Post a Comment